দেশজুড়ে

ভোলায় আইসোলেশনে এক, হোম কোয়ারেন্টইনে ৩২২ জন

ভোলায় করোনাভাইরাস সন্দেহে এক যুবককে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে তাকে রাখা হয়েছে। তার বাড়ি দৌলতখান উপজেলায়।

Advertisement

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ওই যুবক জ্বর, গলাব্যথা ও সর্দি নিয়ে চিকিৎসা নিতে আসলে তাকে আইসোলেশনে ভর্তি করা হয়। আমরা তার সকল পরীক্ষা দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছি। পরীক্ষার রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে সে করোনা আক্রান্ত কীনা?

তিনি আরও জানান, এ পর্যন্ত ভোলার সাত উপজেলায় ৩২২ জনকে হোম কোয়ারেন্টইনে রাখা হয়েছে। এদের মধ্যে ভোলা সদরে ৮৬ জন, বোরহানউদ্দিনে ২৬ জন, দৌলতখানে ৩৫ জন, তজুমদ্দিনে ৬১ জন, লালমোহনে ৩৭ জন, চরফ্যাশনে ৪০ জন ও মনপুরা উপজেলায় ৩১ জন রয়েছেন।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধে ভোলার আভ্যন্তরীণ রুটের লঞ্চ ও বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

Advertisement

জুয়েল সাহা বিকাশ/এমএএস/এমএস