সাহিত্য

দেখাও তোমার শান

সিবগাতুর রহমান

Advertisement

তুমি যদি হও আমাদের উপরএকটু খানি রুষ্ট,এমন নিদানে কে তাড়াবে প্রভুআমাদের মনোকষ্ট।

আমরা অবুঝ নাদান ও পাপিতুমি ক্ষমাশীল অতি,তুমি ছাড়া এ জগতের মাঝেআমাদের নাই গতি।

তোমার করুণা চাইছি আমরাহে রহিম রহমান,তুমি রহমান করুণার আধারদেখাও তোমার শান।

Advertisement

আমরা তো প্রভু ঈমান এনেছিতোমার বার্তা শুনে,কসুর মোদের ক্ষমা কর ওগোতোমার নামের গুণে।

তোমার দুয়ারে ভিখারির মতোদাঁড়িয়েছি হতাশায়,বাঁচাও বাঁচাও হে প্রভু দয়াময়আমরা তো অসহায়।

এসইউ/পিআর

Advertisement