দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যৌথভাবে কাজ করছে ব্র্যাক এবং ইউনিলিভার। প্রাথমিকভাবে সংস্থা দুটি দেশের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রচারণা চালানোর পাশাপাশি চলতি সপ্তাহে প্রায় পাঁচ লাখ প্যাকেট লাইফবয় তরল সাবান বিতরণ করছে।
Advertisement
দেশের ৪৩ জেলার আট পৌরসভা এবং ঢাকা উত্তর ও দক্ষিণসহ ১২ সিটি করপোরেশনের দরিদ্র পরিবারের মধ্যে এসব প্যাকেট বিতরণ করা হচ্ছে। গত রোববার থেকে মাঠপর্যায়ে এই কার্যক্রম শুরু হয়েছে।
যৌথ উদ্যোগের অংশ হিসেবে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সামাজিক দূরত্ব বজায় ও নির্দিষ্ট কিছু সামাজিক শিষ্টাচার পালনের মাধ্যমে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে সংস্থা দু’টি। পাশাপাশি জনগণের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতায় সহায়ক উপকরণও বিতরণ করা হচ্ছে।
এ বিষয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, “করোনাভাইরাস সংক্রমণজনিত অভূতপূর্ব স্বাস্থ্য সংকট মোকাবিলায় ব্র্যাক সর্বশক্তি নিয়োগ করেছে। সংক্রমণ মোকাবিলায় গৃহীত জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। ওরস্যালাইনের প্রসার, শিশুর জীবনরক্ষাকারী টিকাদান কার্যক্রম, শরণার্থী সংকটসহ বিভিন্ন সংকট ও দুর্যোগ মোকাবিলায় ব্র্যাকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ সংক্রমণ প্রতিরোধে আমরা সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও সমন্বিত উদ্যোগ নিচ্ছি। এ ক্ষেত্রে যে-কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে ফলপ্রসূ কাজ করতে আমরা আগ্রহী। সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে এ সংকট মোকাবিলা সম্ভব বলে আমাদের বিশ্বাস।’
Advertisement
একই প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশের এমডি ও সিইও কেদার লেলে বলেন, ‘বিশ্বব্যাপী আমাদের কর্মী ও তাদের পরিবারের সদস্যদেরকে করোনা ঝুঁকি থেকে রক্ষার জন্য ইতোমধ্যেই নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এক্ষেত্রে প্রতিটি পদক্ষেপই আমরা অত্যন্ত সুচিন্তিত ও দ্রুততার সঙ্গে নিয়েছি এবং প্রাণপণ চেষ্টা করছি সম্মিলিতভাবে সকল প্রকার সাহায্য নিশ্চিত করতে। আমরা লাইফবয়-এর মাধ্যমে আমাদের বিভিন্ন পার্টনারদের সঙ্গে নিয়ে প্রতিনিয়ত সবার কাছে পরিষ্কারভাবে হাত ধোয়ার বার্তা পৌঁছে দিচ্ছি। এখন ইউনিলিভার ও ব্র্যাক একসঙ্গে পার্টনারশিপের মাধ্যমে দেশের প্রান্তিক এবং এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন জনগণের কাছে সচেনতনতামূলক স্বাস্থ্য বার্তা পৌঁছে দেবার লক্ষ্যে কাজ করছে। মানবজাতিকে অদৃশ্য এ ভাইরাস থেকে রক্ষার প্রয়াসে এখন আমাদেরকে সুশৃঙ্খলার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
ব্র্যাকের মাঠপর্যায়ের ৫০ হাজার স্বাস্থ্যকর্মী এবং নগর উন্নয়ন কর্মসূচিসহ সকল উন্নয়ন কর্মসূচির মাঠপর্যায়ের কর্মীদের ব্যাপক গণসচেতনতা সৃষ্টির জন্য জরুরি ভিত্তিতে সংগঠিত করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির লক্ষ্য আগামী এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে দেশের ৫০ লাখ মানুষের মধ্যে সংক্রমণ প্রতিরোধে করণীয় সম্পর্কে বার্তা পৌঁছে দেয়া।
এইউএ/এএইচ/পিআর
Advertisement