দেশজুড়ে

নারায়ণগঞ্জে সেনাবাহিনীর টহল শুরু

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ, সামাজিক দূরত্ব ও সতর্কতা নিশ্চিত এবং জনসমাগম রোধে প্রশাসনকে সহায়তা করতে নারায়ণগঞ্জে টহল শুরু করেছে সেনাবাহিনী। শহর ও আশপাশের এলাকায় টহল দিচ্ছে তারা।

Advertisement

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা শেষে এ টহল শুরু করে সেনাবাহিনী। শহরের চাষাঢ়া গোল চত্বর থেকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ পর্যন্ত টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন বলেন, পাঁচটি উপজেলায় একটি করে টিম মোতায়েন করা হয়েছে। সদর উপজেলার টিমই শহরের দায়িত্বপালন করছে। তবে কত প্লাটুন সেনা মোতায়েন করা হয়েছে তা জানাননি ডিসি।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

Advertisement