তথ্যপ্রযুক্তি

ভারতে স্মার্টফোন তৈরি করবে হুয়াউই

বিশ্বজুড়ে স্মার্টফোনের বাজার এখন চাঙ্গা। বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলাতে ভারতে স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে চীনা প্রতিষ্ঠান হুয়াউই। দেশটির বাজারে অনার সিরিজের চাহিদা বৃদ্ধির ঘটনা প্রতিষ্ঠানটিকে এখানে ডিভাইস উৎপাদনে আগ্রহী করে তুলেছে। খবর ইকোনমিক টাইমস`র।হুয়াউইর অনার সিরিজের বৈশ্বিক ব্যবসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ঝাও গ্যাং সম্প্রতি ভারতে অনার সেভেন উন্মোচনকালে বলেন, স্থানীয় পণ্যের বিষয়ে আমরা মনোযোগ বাড়াচ্ছি। অভ্যন্তরীণভাবে পণ্য উৎপাদনের বিষয়েও আলোচনা চালাচ্ছি।ভারতের চেন্নাইয়ে এরইমধ্যে হুয়াউইর কারখানা রয়েছে। সেখানে এখন টেলিযোগাযোগ যন্ত্রাংশ উৎপাদন হচ্ছে। তামিলনাড়ুতেও বিভিন্ন যন্ত্রাংশ তৈরির জন্য গত জুলাইয়ে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন পায় এ প্রতিষ্ঠানটি।ঝাওয়ের মতে, বিশ্বব্যাপী অনার সিরিজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার ভারত। বর্তমানে দেশটির বেঙ্গালুরুর গবেষণা কেন্দ্রে হুয়াউইর তিন শতাধিক প্রকৌশলী অনার সিরিজকে ভারতের গ্রাহকদের উপযোগী করে বাজারে ছাড়তে কাজ করছেন। এবার ভারতে প্রতিষ্ঠানটি সরাসরি ডিভাইস উত্পাদনের চেষ্টা করছে।গত বছর বিশ্বব্যাপী হুয়াউইর অনার ব্র্যান্ডের ডিভাইস বিক্রি হয়েছে দুই কোটি ইউনিট। এ বছর এ সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটির। বর্তমানে বিশ্বের ৫৭টি বাজারে ব্যবসা করছে ব্র্যান্ডটি।আরএস/এমএস

Advertisement