প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ, বিস্তৃতির সম্ভাব্যতা ও প্রেক্ষাপট বিবেচনায় আজ থেকে সারাদেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে মাঠে নামছে সেনাবাহিনী। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আগামীকাল বুধবার থেকে মাঠে নামবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মূলত করোনা ভাইরাস সংক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা ও সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টাইন ব্যবস্থা পর্যালোচনা করবেন সেনা সদস্যরা।
Advertisement
ইতোমধ্যে সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ায় এসেছেন বলে জানা গেছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক প্রস্তুতি সেরে বুধবার থেকে সেনা সদস্যরা মাঠে কাজ করবেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম জানান, আগামীকাল থেকে সেনা মোতায়েন হবে। তারা প্রস্তুতিমূলক কাজ করছেন এখন। উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ায় এসেছেন।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম
Advertisement