করোনাভাইরাস মোকাবিলায় পথচারীদের মধ্যে ৫০০ সাবান বিতরণ করেছে ‘দেশ বাঁচাও, মানুষ বাচাও আন্দোলন’ নামের একটি সংগঠন। মঙ্গলবার দুপুরে সংগঠনটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে খিলগাঁও রেলগেট থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত হাত ধোয়ার জন্য ৫০০ সাবান বিনামূল্যে পথচারীদের মাঝে বিতরণ করা হয়।
Advertisement
এ সময় সংগঠনটির সভাপতি রিপন বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। করোনাভাইরাস মোকাবিলায় সচেতন হতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে সচেতনতা না থাকায় দেশগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তাই আমাদের সচেতন হতে হবে। হাত ধুয়ে জীবানুমুক্ত থাকতে হবে। তাহলেই ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদের করোনাভাইরাস থেকে রক্ষা করবেন।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের নেতা মোক্তার আখন্দ, জুয়েল মিয়া, রুবেল আখন্দসহ প্রমুখ।
কেএইচ/এমএফ/জেআইএম
Advertisement