সিলেট বিভাগে নতুন করে ৩২৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এ নিয়ে বিভাগে হোম কোয়ারেন্টাইনে থাকার মোট সংখ্যা ২ হাজার ১৭৬ জনে পৌঁছেছে। এছাড়া সিলেট শহীদ শামসুদ্দিন সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে কোয়ারেন্টাইনে আছেন দুজন।
Advertisement
মঙ্গলবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, এর মধ্যে সিলেট জেলায় কোয়ারেন্টাইনে আছেন ৮১৩ জন। সুনামগঞ্জ জেলায় ৩৪৫ জন, হবিগঞ্জে ৫৬০ জন এবং মৌলভীবাজারে ৪৫৮ জন।
ডা. আনিছুর রহমান বলেন, সিলেট শহীদ শামসুদ্দিন সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন দুজন। এর আগে সোমবার সন্ধ্যায় তিনজনের করোনাভাইরাস টেস্ট নেগেটিভ আসায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
ছামির মাহমুদ/এফএ/জেআইএম
Advertisement