করোনা মোকাবেলায় জনসমাগম ঠেকাতে রংপুরে মাঠে নেমেছে সেনাবাহিনী। ৩ ভাগে বিভক্ত হয়ে কাজ করবে এ বাহিনী। হোম কোয়ারেন্টাইন, আইসোলেশন বিভাগসহ জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলো নজরদারি করবেন এই দলের সদস্যরা।
Advertisement
মঙ্গলবার জেলা প্রশাসকের সঙ্গে প্রস্তুতি সভা করেন সেনবাহিনীর কর্মকর্তারা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে জেলা প্রশাসক আসিব আহসান জানিয়েছেন, জেলা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সঙ্গে সেনাবাহিনীর তিনটি গ্রুপ যৌথভাবে কাজ করবে। এরমধ্যে তারাগঞ্জ ও বদরগঞ্জে একটি, পীরগঞ্জ ও গঙ্গাচড়ায় একটি এবং কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর ও হারাগাছসহ রংপুর সিটি কর্পোরেশন এলাকায় একটি টিম নিয়মিত কাজ করবে।
এদিকে প্রশাসনের তৎপরতায় ইতোমধ্যে অনেকটাই ফাঁকা রংপুর শহর। অন্যান্য দিনের তুলনায় মানুষ ও গণপরিবহনের সমাগম ছিলো অনেকটাই কম।
Advertisement
জিতু কবীর/এফএ/জেআইএম