জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১২ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘সভ্যতার ইতিহাস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : লোহার ব্যবহার কারা শুরু করে? উত্তর : হিট্রইটরা। ২. প্রশ্ন : এশিয়া মাইনরে লৌহযুগের সূত্রপাত ঘটে কবে? উত্তর : খিস্টপূর্ব ১২০০ অব্দে। ৩. প্রশ্ন : সিন্ধু সভ্যতার নিদর্শন কত খিস্টাব্দে আবিষ্কার হয়? উত্তর : ১৯২১ খিস্টাব্দে। ৪. প্রশ্ন : মহেঞ্জোদারো ও হরপ্পা শহর দুটি কবে আবিষ্কার হয়? উত্তর : ১৯২১-২২ সালে। ৫. প্রশ্ন : কারা সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলেন? উত্তর : দ্রাবিড়রা। ৬. প্রশ্ন : মহেঞ্জোদারো ও হরপ্পা কোন সভ্যতায় অবস্থিত? উত্তর : সিন্ধু সভ্যতায়। ৭. প্রশ্ন : কখন সিন্ধু সভ্যতার পতন ঘটে? উত্তর : ১৭৫০ খ্রিস্টপূর্বাব্দে। ৮. প্রশ্ন : প্রত্নতত্ত্ববিদদের মতে সিন্ধু সভ্যতা পতনের কারণ কি? উত্তর : প্রলয়ঙ্করী বন্যা। ৯. প্রশ্ন : সিন্ধু নদের তীরে মাটি খুঁড়ে প্রথম কোন শহরটি পাওয়া যায়? উত্তর : হরপ্পা। ১০. প্রশ্ন : ভারতীয় সভ্যতা ‘সিন্ধু সভ্যতা’ নামে পরিচিত কেন? উত্তর : সিন্ধু নদের তীরে গড়ে উঠেছে বলে। ১১. প্রশ্ন : মূল সিন্ধু নদের তীরে কত এলাকা জুড়ে মহেঞ্জোদারো নগরী গড়ে উঠেছিল? উত্তর : এক মাইল। ১২. প্রশ্ন : মহেঞ্জোদারো পাকিস্তানের কোন জেলায় অবস্থিত? উত্তর : লারকানা জেলায়। ১৩. প্রশ্ন : প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের শ্রেষ্ঠতম পরিচয় কি? উত্তর : নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে। ১৪. প্রশ্ন : সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি? উত্তর : বর্ণমালার উদ্ভাবন। ১৫. প্রশ্ন : কারা ফিনিশীয়দের উদ্ভাবিত বর্ণমালার সাথে স্বরবর্ণ যোগ করে বর্ণমালাকে সম্পূর্ণ করেন? উত্তর : গ্রীকরা। ১৬. প্রশ্ন : ইউরোপীয়রা কাদের কাছ থেকে কলম, কালি ও কাগজের ব্যবহার শেখে? উত্তর : ফিনিশীয়দের কাছ থেকে। ১৭. প্রশ্ন : কত খ্রিস্টপূর্বে পারস্য সাম্রাজ্য গড়ে ওঠে? উত্তর : ৬০০ খ্রিস্টপূর্ব। ১৮. প্রশ্ন : গ্রীক বীর আলেকজান্ডার কবে পারস্য সাম্রাজ্য অধিকার করেন? উত্তর : ৩৩০ খ্রিস্টপূর্বে। ১৯. প্রশ্ন : পারস্য সাম্রাজ্যের অপর নাম কি? উত্তর : একমেনিড সাম্রাজ্য। ২০. প্রশ্ন : কে পারসীয় দিনপঞ্জী তৈরি করেন? উত্তর : দারিয়ুস। এসইউ/এমএস

Advertisement