করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসমাগম নিষিদ্ধ থাকলেও নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় হাট বসেছে। হাটে শত শত লোকের সমাগমও হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে ফতুল্লা ডিআইটি মাঠে সাপ্তাহিক ওই হাটে বিপুল সংখ্যক লোক সমাগম ঘটে।
Advertisement
স্থানীয়রা জানান, তারা বার বার নিষেধ করার পরও হাট বসেছে। সেখানে বিভিন্ন এলাকা থেকে এসে মানুষ নানা ধরনের পণ্যের পসরা নিয়ে বসেছেন।
করোনা ভাইরাস ছড়ানোর একটি বড় মাধ্যম জনসমাগম। ইতোমধ্যে জনসমাগম বন্ধে মাঠে নামছে সেনাবাহিনী। প্রশাসন থেকে বার বার নিষেধাজ্ঞা দেওয়ার পরও ফতুল্লা হাট থামানো যায়নি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ফতুল্লা হাট হলো সাপ্তাহিক হাট। তারপরও জনসমাগম যাতে না হয় সে বিষয়ে খোঁজখবর নিয়ে পদক্ষেপ নেয়া হবে। সবাইকে সচেতন হতে হবে।
Advertisement
শাহাদাত হোসেন/এফএ/জেআইএম