ফিচার

ভাঁজ করা ‘ফ্লাই বাইক’

‘ফ্লাই বাইক’ নামে একটি ইলেকট্রিক বাইক তৈরি করেছে জিআই কোম্পানি। বাইকটির অনন্য বৈশিষ্ট্য হল এটি খুব সহজেই ভাঁজ করা যায়। ফলে বাইকটি রাখার জন্য বড় জায়গার প্রয়োজন হয় না। বাইকটি আগামী মাসেই বাজারে ছাড়া হবে। বাইকটির দাম ১ হাজার ৯৯৯ ডলার।ফ্লাই বাইকটির গতি ঘণ্টায় সর্বোচ্চ ২৪ কিলোমিটার। এর ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হলে ৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। বাইকটি অত্যাধুনিক অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। ফলে এটি যেমন শক্ত, তেমনি হালকা। বাইকটির উদ্ভাবকরা জানান, সহজেই বহনযোগ্য বাইক তৈরির জন্য তারা অনেক দিন ধরে গবেষণা করে আসছিলেন। যেটি বাসে কিংবা ট্রেনে করে বয়ে বেড়ানো যায়। এতে আছে এলইডি লাইট। ফলে রাতে সড়কে এটি চালানো যাবে। বাইকটির নিরাপত্তার জন্য আছে অ্যাপ। গ্যারেজ কিংবা রাস্তায় বাইকটি পার্কিং করার জন্য অ্যাপ ব্যবহার করতে হবে। এআরএস/এমএস

Advertisement