প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু তা সত্ত্বেও জনসমাগম করেছেন রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশের ওসি সমিত কুমার কুণ্ডু।
Advertisement
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সোমবার বিকেলে উপজেলা সদরে চারঘাট বণিক সমিতির সদস্যদের নিয়ে এ জনসমাগম করেন ওসি। পরে জনসমাগমের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন ওসি। এই জনসমাগমে প্রায় অর্ধশতাধিক লোক ছিলেন।
নিষেধাজ্ঞা সত্ত্বেও ওসির এমন জনসমাগম নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। অনেকেই এটিকে অসচেতন কাণ্ড বলেও মন্তব্য করেছেন। এ বিষয়ে কথা বলতে ওসি সমিত কুমার কুণ্ডুর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। ফলে এ নিয়ে তার মন্তব্য মেলেনি।
তবে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ওসির উদ্যোগটা ভালো ছিল। কিন্তু এখন সমাবেশ না করার জন্য বলা হচ্ছে। এই সময়ে কাজটা অন্যভাবে করা উচিত ছিল তার। আমি ওসির সঙ্গে কথা বলব, যাতে ভবিষ্যতে এ রকম আর না করেন।
Advertisement
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমআরএম