করোনা পরিস্থিতি মোকাবিলায় ভোলায় সব এনজিওর কিস্তি আদায় স্থগিত করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে এ ঘোষণা দেয় এনজিও প্রতিষ্ঠানগুলো।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে ভোলার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় করোনাভাইরাস প্রতিরোধে জনস্বার্থে ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্নআয়ের মানুষের ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
ডিসি মাসুদ আলম ছিদ্দিক আরও বলেন, ভোলায় করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।
জুয়েল সাহা বিকাশ/এএম/এমএস
Advertisement