সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চায়ের দোকান, রেস্টুরেন্ট ও সেলুন বন্ধ রাখতে বলা হয়েছে।
Advertisement
সোমবার (২৩ মার্চ) উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, করোনা সংক্রমণ প্রতিরোধে জগন্নাথপুর উপজেলায় ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।
সোমবার দুপুর ১টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সব দোকানপাট। বিশেষ করে চায়ের দোকান, রেস্টুরেন্ট এবং সেলুন পরবর্তী নির্দেশ দেয়ার আগ পর্যন্ত খোলা যাবে না।
সভায় আরও জানানো হয়, সব সরকারি অফিসের সামনে জনসাধারণের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হবে। হাসপাতালের জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। হাসপাতালে রোগীর সঙ্গে দর্শনার্থী নিষিদ্ধ থাকবে। হোম কোয়ারেন্টাইন না মানলে ব্যবস্থা নেয়া হবে।
Advertisement
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুদ বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির সঙ্গে আলোচনা করে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার থেকে এসব নির্দেশনা কার্যকর হবে। যারা এ নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মোসাইদ রাহাত/এএম/জেআইএম