করোনাভাইরাসের টেস্টিং কিটকে ভ্যাকসিন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন গুজব ছড়ানো শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন তৈরি করেছেন, গত কয়েকদিনে অনেকেই মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে এ ধরনের বার্তা পেয়েছেন।
Advertisement
ওই মেসেজটিতে কোভিড-১৯ আইজিএম/আইজিজি (Covid-19 IgM/IgG) লেখা কয়েকটি ছোট প্যাকেট দেখা যায়। এর সঙ্গে বলা হচ্ছে, ‘বিশ্বের জন্য সুখবর। করোনাভাইরাসের ভ্যাকসিন (প্রতিষেধক) প্রস্তুত। রোগ সারাতে সক্ষম। মার্কিন বিজ্ঞানীদের অভিনন্দন। এইমাত্র ট্রাম্প ঘোষণা করেছেন যে, রোশ মেডিকেল কোম্পানি আগামী রোববার ভ্যাকসিনটি উন্মুক্ত করবে এবং ইতোমধ্যেই এর কয়েক লাখ ডোজ তৈরি হয়ে গেছে!!!’
এ ঘটনার সত্যতা যাচাই করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। অনুসন্ধানে তারা দেখেছে, বিষয়টি সম্পূর্ণ ভুয়া। যুক্তরাষ্ট্রের কোনও কোম্পানি এখনও করোনার ভ্যাকসিন তৈরি করেনি। প্রকৃতপক্ষে বিশ্বের কোথাও এর ভ্যাকসিন তৈরি হয়নি।
সত্যটা কী?কোভিড-১৯ আইজিএম/আইজিজি হচ্ছে করোনাভাইরাস পরীক্ষার কিট, কোনও ভ্যাকসিন নয়। আর রোশ কোম্পানির সঙ্গেও এর কোনও যোগসূত্র নেই। যে ছবি ছড়ানো হচ্ছে, সেটি আসলে দক্ষিণ কোরিয়ার সাজেনটেক ইনকরপোরেশনের তৈরি।
Advertisement
যাচাই প্রক্রিয়াকোভিড-১৯ আইজিএম/আইজিজি লিখে গুগলে খোঁজ করলেই বেশ কিছু প্রতিবেদন পাওয়া যাচ্ছে। এর মধ্যে গত ১৭ মার্চ ব্রিটিশ সংবামাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদনে একে করোনার টেস্টিং কিট হিসেবে বলা হয়েছে।
এছাড়া, হোয়াটসঅ্যাপে ছড়ানো ছবিটি ভালোমতো লক্ষ্য করলেই দেখা যায়, এর গায়ে ‘সাজেনটেক’ লেখা রয়েছে। দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও তাদের উৎপাদিত পণ্যের তালিকায় কোভিড-১৯ আইজিএম/আইজিজির নাম রয়েছে। তারাও একে করোনাভাইরাসের টেস্টিং কিট হিসেবেই উল্লেখ করেছে।
এ কারণে গুজবে বিশ্বাস করে এ ধরনের ভুল তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কেএএ/জেআইএম
Advertisement