জাতীয়

করোনা সতর্কতায় ওয়াটার ব্রাউজারে জীবাণুনাশক ছিটাচ্ছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৭ লাখ ৫০ হাজার বর্গফুট এলাকায় ওয়াটার ব্রাউজারের সাহায্যে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার ডিএনসিসির বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে ওয়াটার ব্রাউজারের সাহায্যে জীবাণুনাশক স্প্রে করা হয়।

এ কাজে ব্যবহার করা হয় ৩টি ওয়াটার ব্রাউজার। মোট ৫০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রায় ৭ লাখ ৫০ হাজার বর্গফুট এলাকায় স্প্রে করা হয়।

এলাকাগুলো হলো- কারওয়ান বাজার, মিরপুর টোলারবাগ, কুয়েত-মৈত্রী হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল হৃদরোগ হাসপাতাল এবং সংলগ্ন স্থান।

Advertisement

পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে। এছাড়া মোহাম্মদপুর ৩১ নম্বর ওয়ার্ডে ১৬টি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়।

এএস/এমএসএইচ/জেআইএম