জাতীয়

করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কো-অর্ডিনেশন কমিটি

নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে ৮ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. হাবিবুর রহমান খানকে সভাপতি এবং স্বাস্থ্য সেবা বিভাগের (পার্সোনাল-১) অধিশাখার উপসচিব বেগম শামীমা নাসরিনকে সদস্য সচিব করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নার্সিং ও মিডওয়াইফারি) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. সাইদুর রহমান, অতিরিক্ত সচিব (হাসপাতাল) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব (ওষুধ প্রশাসন) মো. ইসমাইল হোসেন, যুগ্ম সচিব (প্রশাসন) বেগম শাহিনা খাতুন, যুগ্ম সচিব (পার্সোনাল) তপন কুমার বিশ্বাস।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি হয়।

Advertisement

এতে বলা হয়, কমিটির সারাদেশে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগ সংস্থার সঙ্গে সমন্বয় করবে। কমিটি প্রয়োজন অনুসারে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

এমইউ/জেএইচ/জেআইএম