সাভারে হোম কোয়ারেন্টাইন না মেনে এখনও অবাধে ঘোরাফেরা করছেন এক ইতালিপ্রবাসী। এজন্য তাকে আটক করে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
সোমবার (২৩ মার্চ) বিকেলে সাভার ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে ওই প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান।
ইউএনও পারভেজুর রহমান বলেন, এতবার সতর্ক করার পরও বিভিন্ন স্থানে অবাধে ঘুরে বেড়াচ্ছেন ওই ইতালিপ্রবাসী। এটি আসলেই দুঃখজনক। ওই প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোয়ারেন্টাইনে না থেকে অন্যদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলছেন প্রবাসীরা। বিদেশফেরত ব্যক্তিরা অবাধে এলাকায় চলাফেরা করলে ঝুঁকিতে পড়বে এলাকাবাসী। এজন্য প্রবাসীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করছি আমরা।
আল-মামুন/এএম/এমএস
Advertisement