শুরুতে বলা হচ্ছিল, মাঠে খেলা হলেও কেউ কারো সঙ্গে হ্যান্ডশেক করবে না। এরপর বলা হলো না, হ্যান্ডশেক তো বাতিল করা হলোই, ম্যাচ আয়োজন হবে দর্শকহীন স্টেডিয়ামে। কেউ প্রবেশ করতে পারবে না গ্যালারিতে। শেষ পর্যন্ত খালি গ্যালারিতেও ঝুঁকি কমলো না, ম্যাচ এবং সিরিজই স্থগিত করতে হলো।
Advertisement
করোনাভাইরাস আতঙ্কে এভাবেই ধীরে ধীরে ক্ষতিগ্রস্থ হয়েছে ক্রিকেট। ধীরে ধীরে বন্ধ হয়েছে ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের সিরিজ টুর্নামেন্ট। স্থগিত করা হয়েছে আসন্ন সিরিজ ও টুর্নামেন্টগুলো।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তালিকা প্রকাশ করে দেখিয়ে দিয়েছে করোনার কারণে কোন কোন ঘরোয়া এবং আন্তর্জাতিক সিরিজ এবং টুর্নামেন্ট। জাগো নিউজের পাঠকদের জন্য তারিখ ধরে তুলে ধরা হলো সে তালিকা...।
২৩ মার্চ* এদিন আইসিসি তাদের হেডকোয়ার্টার বন্ধের ঘোষণা দেয়। কর্মকর্তা-কর্মচারীদেরকে বাসা থেকেই কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করে নেয়ার পরামর্শ দেয়া হয়।
Advertisement
* অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা বলেছেন, ‘আমাদের শুধু নিজেদের নিয়েই নয়, অন্যদের নিয়েও ভাবতে হবে।’* করোনা মোকাবেলায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আড়াই কোটি শ্রীলঙ্কান রুপি অনুদান দিয়েছে দেশটির সরকারকে।* ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) করোনা আক্রান্ত খেলোয়াড়দের জন্য ইনস্যুরেন্স সুবিধা দেয়ার ঘোষণা দেয়।
২২ মার্চ* ভারতীয় গায়িকা কনিকা কাপুর লখ্নৌতে একই হোটেলে থাকার কারণে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের করোনায় আক্রান্ত হওয়ার শঙ্কা।* করোনা মোকাবেলায় এগিয়ে এলো আফ্রিদি ফাউন্ডেশন।* করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ করে দেয়ার কারণে ২০০ মিলিয়ন রুপি ক্ষতির সম্মুখিন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।* যুক্তরাষ্ট্রে গিয়ে আইসোলেশনে চলে যান সাকিব আল হাসান। দেখা করেননি স্বজনদের সঙ্গেও।* কলম্বো ফিরে আসার পর কুমার সাঙ্গাকারা সেলফ কোয়ারেন্টাইনে চলে যান।* দুই সপ্তাহের আইসোলেশনে চলে যান অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি।
২১ মার্চ
* আয়ারল্যান্ডে বাংলাদেশ সফর স্থগিত ঘোষণা।* ২৮ মে পর্যন্ত ইংল্যান্ডে সব ধরনের ঘরোয়া ক্রিকেট স্থগিত ঘোষণা।* শ্রীলঙ্কায় সব ধরনের ঘরোয়া ক্রিকেট স্থগিত (আন্তর্জাতিক ক্রিকেট আগেই স্থগিত ঘোষণা করা হয়েছিল)।* পাকিস্তান থেকে ফিরেই আইসোলেশনে ড্যারেন স্যামি।* বিসিবি অফিস বন্ধ ঘোষণা। বাড়িতে বসে কাজ করার পরামর্শ।
Advertisement
২০ মার্চ* স্কটল্যান্ডের সাবেক বোলার মাজিদ হক করোনায় আক্রান্ত।* ফেসবুকে এক পোস্টে ভক্তের জড়িয়ে ধরার ছবি পোস্ট করে মাশরাফি লেখেন, ‘এভাবে কাছে আসা যাবে না।’* দুই তরুণ ক্রিকেটারসহ বিসিবির এক সিকিৎসক কোয়ারেন্টাইনে।* আইপিএল বাতিল হলে ভারতীয় বোর্ডের ক্ষতি কত, শুনলে চোখ কপালে উঠবে।
১৯ মার্চ* পিসিবি নিশ্চিত করে, তারা যে ১২৮ জন ক্রিকেটারের করোনা পরীক্ষা করেছিল, তার ফল নেগেটিভ।* ১৫ এপ্রিল পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত।* নামিবিয়ার রিচেলিউ ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্থগিত।* হংকং প্রিমিয়ার লিগের সূচি স্থগিত।* আইপিএল বাতিল করতে বলছে ভারত সরকার।
১৮ মার্চ* ভারত থেকে ফেরার পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের সেলফ আইসোলেশনে যাওয়া এবং একই সঙ্গে সামাজিকভাবে দুরত্ব বজায় রেখে চলার পরামর্শ।* ইউরোপিয়ান ক্রিকেট লিগ স্থগিত ঘোষণা।* করোনা সচেতনতা নিয়ে মুশফিকের ভিডিও বার্তা। * আইসিসি বলছে করোনা শঙ্কাতেও টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে।
১৭ মার্চ* আইসোলেশনে ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস।* অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের ফাইনাল ম্যাচ বাতিল ঘোষণার পর নিউ সাউথ ওয়েলসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।* পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগ পিএসএল বন্ধ ঘোষণা।
১৬ মার্চ* নিউজিল্যান্ডের প্লাঙ্কেট লিগের ফাইনাল বাতিল ঘোষণার পর ওয়েলিংটনকে চ্যাম্পিয়ন ঘোষণা।* পাকিস্তানে বাংলাদেশ সফরের শেষ পর্ব স্থগিত ঘোষণা।* ভারতীয় ক্রিকেট বোর্ড সিসিআই তাদের অফিস বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়।* ক্রিকেট সাউথ আফ্রিকা তাদের সব ধরনের ক্রিকেট স্থগিত ঘোষণা করে।* করোনা আতঙ্কে ক্রিস লিন পাকিস্তানের পিএসএল ছেড়ে চলে যান।* ঢাকা প্রিমিয়ার লিগের সূচি স্থগিত করা হয়।* করোনা আতঙ্কে কেপটাউন থেকে আগে-ভাগেই বিদায় নেয় সাসেক্স।
১৫ মার্চ* সর্দি এবং ঠান্ডা লাগার কারণে করোনা আতঙ্কের মধ্যে পড়ে যান নিউজিল্যান্ডের ক্রিকেটার লকি ফার্গুসন।* শ্রীলঙ্কা সিরিজ স্থগিত ঘোষণা করে ইংলিশ ক্রিকেটারদের দেশে ফিরে আসাকে ‘খুব কঠিন, তবে অতি প্রয়োজনীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন স্টুয়ার্ট ব্রড।
১৪ মার্চ* বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানান, তারা প্রতি সপ্তাহেই আইপিএলের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে তারা ঘোষণা দেয়, * করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরই তারা আইপিএলের সূচি নির্ধারণ করবেন।* ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুট বলেন, শ্রীলঙ্কা সিরিজ বাতিলের কারণে তারা বিশাল স্বস্তি পেয়েছেন।* অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ স্থগিত এবং দ’দেশের মধ্যে যোগাযোগ আপাতত বন্ধ ঘোষণা।* ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ইরানি কাপসহ সব ধরনের ঘরোয়া ক্রিকেট স্থগিত ঘোষণা করে।* ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায় ১৬ মার্চ থেকে পরবর্তী ৩০ দিনের জন্য সব ধরনের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট স্থগিত।
১৩ মার্চ* নিউজিল্যান্ডের ক্রিকেটার লকি ফার্গুসন গলা ব্যাথার কারণে ডাক্তারের স্মরণাপন্ন হন করোনা পরীক্ষা করার জন্য।* গলে এমসিসি এবং এসেক্স ম্যাচ স্থগিত একই সঙ্গে কলম্বোয় ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির বৈঠক বাতিল।* ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ স্থগিত।* আইপিএল-২০২০ ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত।* করোনার কারণে পূণঃসূচি করে পিএসএলকে এগিয়ে আনা হয় চারদিন। তবে ১০জন বিদেশি ক্রিকেটার এদিনই পাকিস্তান ছেড়ে চলে যায়।* ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর স্থগিত।* নেদারল্যান্ডসের নামিবিয়া সফর বাতিল। * ফ্লোরিডায় চলমান ওয়ার্ল্ড কাপলিগ-২ স্থগিত।* অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হলো একেবারে ক্লোজ ডোর স্টেডিয়ামে।
* কোয়ারেন্টাইনে অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন।
১২ মার্চ* আইসিসি তাদের মার্চ মাসের বোর্ড মির্টিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজনের সিদ্ধান্ত নেয়।* দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সফর স্থগিত।* পিএসএলে করাচির ম্যাচ আয়োজন হলো দর্শকহীন স্টেডিয়ামে।* রঞ্জি ট্রফি ফাইনালের শেষ দিন অনুষ্ঠিত হয় কোনো দর্শক ছাড়াই।* মেলবোর্নে নারী টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উপস্থিত হওয়া কয়েকজন দর্শক করোনা আক্রান্ত এবং বাকিরা সবাই সংক্রমণের ঝুঁকিতে।
১১ মার্চ* করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের ক্রিকেট আন্তর্জাতিক একাদশ বনাম অবশিষ্ট এশিয়া একাদশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ স্থগিত ঘোষণা। * ইংল্যান্ড ক্রিকেটারদের জন্য সমর্থকদের সঙ্গে সেলফি তোলা নিষিদ্ধ।
১০ মার্চ* করোনা আতঙ্কে ভারত সফরে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করবে না ভারতীয় ক্রিকেটাররা।
৯ মার্চ* করোনাভাইরাসের কারণে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজে একজনকে একটি টিকিট।
৫ মার্চ* নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ স্থগিত ঘোষণা।
৩ মার্চ* করোনা আতঙ্কে শ্রীলঙ্কা সফরে হ্যান্ডশেক করবে না ইংল্যান্ড ক্রিকেটাররা।
আইএইচএস/