রাজনীতি

শ্রমজীবী মানুষের ১৫ দিনের খাবার ব্যবস্থার দাবি ওয়ার্কার্স পার্টির

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কিশোর রায় এক বিবৃতিতে ঢাকা মহানগরে করোনা পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রিকশাওয়ালা ও শ্রমজীবী মানুষের বিশেষ করে বস্তি এলাকার মানুষের জন্য কমপক্ষে ১৫ দিনের খাবার ব্যবস্থা করতে হবে। যাতে এই দুঃসময়ে কর্মহীন অবস্থায় তারা নিরাপদে ঘরে থাকতে পারেন। এনজিওগুলোর প্রতি নির্দেশ দেয়া প্রয়োজন যেন তারা এই দুর্যোগের সময় ক্ষুদ্র ঋণের বিনিময় কিস্তি আদায় থেকে বিরত থাকে। সোমবার এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলেন।

Advertisement

বিবৃতিতে তারা বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় করোনার প্রকোপ দেখা দিয়েছে। এখনই সতর্কতা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে করোনা সিটি করপোরেশন এলাকায়ও ছড়িয়ে পড়তে পারে।

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেই এবং অতীতে যখন ডেঙ্গু ও চিকনগুনিয়া দেখা দিয়েছিল তখন দক্ষিণ সিটি করপোরেশনের বিদায়ী মেয়র একের পর এক বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য দিয়ে গেছেন, যা তিনি এখনও করছেন। কাজের কাজ কিছুই হয়নি এবং এখনও হচ্ছে না। ইতোমধ্যে তার মেয়াদও প্রায় ফুরিয়ে এসেছে।

বিবৃতিতে তারা নবনির্বাচিত মেয়রের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অবিলম্বে দক্ষিণ সিটির কাউন্সিলরদের ডেকে পরামর্শ করে কারোনাভাইরাস প্রতিরোধে প্রতিটি এলাকায় জীবাণুনাশক ওষুধ স্প্রে, এলাকা পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজন ছাড়া কেউ বাইরে চলাফেরা না করা নিশ্চিত করা এবং সর্বোপরি এলাকায় কোনো সংক্রমণের খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে রোগতত্ত্ব বিভাগকে জানানো এবং সেই সব বাড়ির বাসিন্দাদের কোয়ারেন্টাইনে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

Advertisement

এফএইচএস/এমএফ/এমকেএইচ