জাতীয়

স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ব্যবস্থার আহ্বান

সরকারের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা।

Advertisement

সোমবার (২৩ মার্চ) বিএমএ ভবনের শহীদ শামসুল আলম খান মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। করোনাভাইরাস পরিস্থিতি, চিকিৎসকদের নিরাপত্তা ও আগামী দিনের করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

চিকিৎসকদের উদ্দেশ্যে মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে দেশের সাংবাদিক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মহান মুক্তিযুদ্ধে, স্বৈরাচারবিরােধী আন্দোলনসহ সব পর্যায়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে অনেক ইতিহাস সৃষ্টি করেছেন। চলমান পরিস্থিতিতে পেশাগত কাজে আপনাদের নিরলস পরিশ্রম ভ্যাক্সিনেশন প্রােগাম, শিশুমৃত্যু ও মাতৃমৃত্যু হার কমানাে ও গড় আয়ু বৃদ্ধি আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। স্বাস্থ্যখাতে এমডিজি বাস্তবায়নে আপনাদের ভূমিকা সর্বজনবিদিত। জাতিসংঘের মহাসচিব, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের পথপ্রদর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের এসব কাজের ভূয়সী প্রশংসা করেছেন।

Advertisement

তিনি বলেন, বিগত বছর ডেঙ্গু জ্বরে জাতীয় জীবনে যে কঠিন সময় এসেছিল সেখানেও ডাক্তারদের আত্মত্যাগসহ নিরলস কাজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন দেশের সংবাদমাধ্যম ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী তার স্বাস্থ্য সংক্রান্ত প্রতিটি বক্তব্যে আপনাদের এই মহৎ প্রয়াসের অতুলনীয় প্রশংসা করেন। আমরা অবগত আছি যে, করােনাভাইরাসে জাতি আজ দিশেহারা, আতঙ্কগ্রস্ত।

বিএমএ সভাপতি বলেন, স্বাস্থ্যকর্মীদেরও সমাজ, সংসার, পরিবার, স্বজন সব রয়েছে এবং তারা সবাই নিজ পরিবারবর্গের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে শুধু আতঙ্কিতই নয়, সংগত কারণে তারা নিজেরাই উদ্বিগ্ন ও প্রতিটি পরিবারের ওপর বিদ্যমান চিকিৎসক নার্স কিংবা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে রােগটি সংক্রমিত হওয়ার ভয়ে ভীত। আমরা পেশায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, আমাদের অভিভাবকগণ নিশ্চিত ঝুঁকি জেনেও আমাদেরকে এই পেশায় কাজ করার উৎসাহ দিয়েছেন। রােগীরা আমাদের সম্পদ, সেই সম্পদ আগলে রাখার দায়িত্ব আমাদের। রােগীরা ভালাে না থাকলে বেঁচে না থাকলে সমাজে বা পেশায় আমাদের উপস্থিতিও ম্লান হয়ে যাবে। আমরা সংশ্লিষ্ট সবার কাছে স্বাস্থ্য সেবা কর্মীদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে বিশেষ নজর দেয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আসুন অতীতের মতাে নিজেদের সুখ বিসর্জন দিয়ে নিজে ভীত না হয়ে মানবতার কল্যাণে নিজেকে নিয়ােজিত রাখি। সারা দেশের সব জনগােষ্ঠী আজ অসহায়ভাবে আপনার দিকে তাকিয়ে আছে। মনে রাখবেন মহামারিটি যদি সারাদেশের সকল জনগণকে আক্রান্ত করে তুলে তবে আমি আপনি ও আমাদের পরিবার নিরাপদ নই। আসুন অসহায় মানুষের শয্যাপাশে তাদের সেবা করতে আমরা সাহসী হয়ে উঠি। একইসঙ্গে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে আপনাদের চিকিৎসায় নিরাপদ সরঞ্জামাদি সরবরাহ অব্যাহত রাখার দাবি জানাচ্ছি এবং প্রতিনিয়ত মনিটরিং করছি।

বর্তমানে যে নিরাপদ সরঞ্জামাদি প্রদান করা হচ্ছে তা কেমন জানতে চাইলে তিনি বলেন, মোটামোটি, তবে অনেক ক্ষেত্রে ঘাটতি রয়েছে। সেগুলো পরিপূর্ণ করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। তারা সেগুলো পূরণের আশ্বস দিয়েছে।

Advertisement

নিরাপদ সরঞ্জামাদির অভাবে যশোরে ডাক্তাররা চিকিৎসা না দিয়ে কর্মবিরতি পালন করেছে- এমন প্রশ্নে বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী বলেন, সেখানে কিছু সংখ্যক ইন্টার্ন ডাক্তার কর্মবিরতি পালন করেছেন। তারা ভিন্ন রাজনীতির সঙ্গে যুক্ত। অধিকাংশ ডাক্তারই কর্মবিরতি পালন করেননি বলেও জানান তিনি।

এমইউএইচ/এমএসএইচ/এমএস