বর্তমানে উদ্ভূত করোনা পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির কাজটা বেশ কিছুদিন ধরেই করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারসহ অন্যান্য সেলিব্রিটিরা। নিজেদের ভক্ত-সমর্থকদের সচেতন করার মাধ্যমে সারাদেশের মানুষের মাঝে নিরাপত্তা নির্দেশনা পৌঁছে দেয়ার কাজটি করছেন তারা।
Advertisement
যেখানে বেশ সক্রিয় দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই এ বিষয়ে সতর্ক থাকতে বলছেন মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাকিব আল হাসানরা।
সবশেষ আজও (সোমবার) সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন মাশরাফি। তার মতে, এখন যৌবন তাদের, তারাই পারে দেশকে বাঁচাতে। হেলাল হাফিজের কবিতার আদলে এ বার্তা দিয়েছেন মাশরাফি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মাশরাফি লিখেছেন, ‘এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।’
Advertisement
এর আগে ফেসবুকের মাধ্যমেই করোনা থেকে নিরাপদ থাকতে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন মাশরাফি। যা অনুসরণ করলে প্রাণঘাতী এ করোনাভাইরাস থেকে অনেকাংশেই নিরাপদ থাকা সম্ভব।
এছাড়া জাতীয় দলের আরেক ক্রিকেটার মুশফিকুর রহীমও এক ভিডিওবার্তায় সকলকে অনুরোধ করেছেন সচেতন থাকতে এবং প্রবাসীদের অনুরোধ করেছেন কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য। একই রকমের সচেতনতামূলক কথা বলেছেন তামিম ইকবালও।
এসএএস/পিআর
Advertisement