ইতালিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছেই। দেশটিত রোববার একদিনে নতুন করে আরও ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়াল।
Advertisement
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ইতালির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রোববারের এক প্রতিবেদন জানিয়েছে, দেশটিতে একদিনে মৃত্যুর সংখ্যা ১৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে ইতালিতে করোনায় প্রাণ হারালেন ৫ হাজার ৪৭৬ জন। চীনে সংখ্যাটা ৩ হাজার ২৬১।
এর আগে গতকাল শনিবার ইতালিতে রেকর্ড ৭৯৩ জনের প্রাণহানি ঘটে। তবে রোববার অবশ্য করোনা প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল ইউরোপের এই দেশটিতে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে। শনিবারের ৫৫ হাজার ৫৭৮ এর তুলনায় রোববার মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৫৯ হাজার ১৩৮।
আক্রান্তদের মধ্যে ৭ হাজার ২৪ জন অবশ্য সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। তবে আশঙ্কার বিষয় হলো ইতালিতে বর্তমানে ১ হাজার ৯ জন কোভিড-১৯ রোগী বিভিন্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। যাদের অবস্থাও ভালো না।
Advertisement
ইতালিতে মহামারি করোনাভাইরাস সবচেয়ে বেশি ছোবল মেরেছে উত্তরের লোম্বার্ডি অঞ্চলে। শুধু ওই অঞ্চলটিতেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৫৬ জন মানুষের। এছাড়া আক্রান্ত মানুষের সংখ্যাও সেখানে ২৭ হাজার ২০৬। গত একদিনে আক্রান্ত বেড়েছে ৩ হাজার ৯৫টি।
এসএ