গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নবী নেওয়াজকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল মতিন।
Advertisement
ডিসি আব্দুল মতিন বলেন, গাইবান্ধা শহরের খাঁপাড়ার যুক্তরাষ্ট্রপ্রবাসী এক গৃহবধূ ও তার সন্তান বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়েন। তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ফলে তাদের নিজ বাড়িতে পুলিশি পাহারায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, সাদুল্যাপুর উপজেলায় এখন কেউ পর্যন্ত করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। কাজেই সাদুল্যাপুরকে লকডাউন করার কোনো প্রয়োজন নেই। প্রকৃতপক্ষে সেখানের সন্দেহভাজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।
সাদুল্যাপুর উপজেলাকে লকডাউনের সিদ্ধান্ত সঠিক হয়নি উল্লেখ করে ডিসি আব্দুল মতিন বলেন, এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সেই সঙ্গে এ নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ করছি সবাইকে।
Advertisement
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বিয়ের অনুষ্ঠানে দুই যুক্তরাষ্ট্রপ্রবাসী অংশ নেয়ার কথা বলে রোববার (২২ মার্চ) বিকেলে সাদুল্লাপুরকে লকডাউনের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নবী নেওয়াজ।
সাদুল্যাপুর উপজেলার ইউএনও মোহাম্মদ নবী নেওয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৯নং বনগ্রাম ইউনিয়নের হাবিবুল্লাপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন করোনায় আক্রান্ত দুই যুক্তরাষ্ট্রপ্রবাসী। রোববার তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কিন্তু বিয়ে অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলার পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছেন। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনায় পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হলো।
জাহিদ খন্দকার/এএম/এমকেএইচ
Advertisement