জাতীয়

করোনা : চিকিৎসা-পণ্য আমদানিতে শুল্ক-ভ্যাট ছাড়

করোনাভাইরাস মোককাবেলায় কোভিড-১৯ টেস্ট কিট, আইসোপ্রোপিল অ্যালকোহল, কোভিড-১৯ ডায়াগনস্টিক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, সার্জিক্যাল মাস্ক, চিকিৎসার জন্য ডাক্তারদের প্রয়োজনীয় পোশাকসসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমাদানিতে কোনো ধরনের শুল্ক ও ভ্যাট দেয়া লাগবে না। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যান্তরীন সম্পদ বিভাগ।

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়, কস্টমস অ্যাক্ট ১৯৬৯, শূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং ইনকাম ট্যক্স অর্ডিন্যান্স ১৯৮৪ তে প্রদত্ত ক্ষমতাবলে, সরকার জনস্বার্থে জাতীয় রাজস্ব রোর্ডের সঙ্গে পরামর্শক্রমে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি মোকাবিলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, কোভিড-১৯ টেস্ট কিট, আইসোপ্রোপিল অ্যালকোহল, কোভিড-১৯ ডায়াগনস্টিক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, সার্জিক্যাল মাস্ক, চিকিৎসার জন্য ডাক্তারদের প্রয়োজনীয় পোশাকসসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমাদানির ক্ষেত্রে আরোপিত সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর প্রদান করতে হবে না।

তবে এসব পণ্য আমাদানির পরিমাণ ঔষধ প্রশাসন অধিদফতর নির্ধারণ করে দিবে। আমদানিকৃত পণ্যসমূহ মানসম্মত কিনা তা ঔষধ প্রশাসন অধিদফতর নিশ্চিত ও নিয়মিত মনিটর করবে। এ প্রজ্ঞাপনের মাধ্যমে প্রদত্ত সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

Advertisement

এমইউএইচ/এমএফ/এমকেএইচ