দেশজুড়ে

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে গেইটম্যানসহ নিহত ৩

কুমিল্লার লাকসামে পৃথক তিনটি স্থানে ট্রেনে কাটা পড়ে রেলের গেইটম্যানসহ তিনজন নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি জিআরপি পুলিশ।   লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বিকেলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি বাগমারা বাজার রেলগেইট অতিক্রমকালে কর্তব্যরত গেইটম্যান আবদুল হান্নান নিহত হন। তিনি আরো জানান, গেইটম্যান আবদুল হান্নান রেলগেইট বন্ধ করে ট্রেন সিগন্যালের পতাকা আনতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। এর আগে একই রেলরুটের গুনবতি ও হাসানপুর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ২০ বছর বয়সী এক যুবক এবং লাকসাম-নোয়াখালী রেলরুটের সোনাইমুড়িতে অজ্ঞাত (৫০) মহিলা নিহত হন।লাকসাম রেলওয়ে থানা পুলিশ নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

Advertisement