করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত প্রেস ব্রিফিং রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
Advertisement
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা সকালে বলেছিলেন, আজ প্রেস ব্রিফিং হবে না। সাংবাদিকদের সরাসরি উপস্থিতিতে ব্রিফিং না করে বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেস ব্রিফিংয়ের চিন্তাভাবনা চলছে। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তন করে বিসিপিএস মিলনায়তনে প্রেস ব্রিফিং হবে বলে সিদ্ধান্ত নেন তারা।
গতকাল শনিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন তোলেন, করোনাভাইরাস প্রতিরোধে তারা জনগণকে নির্ধারিত দূরত্ব বজায় রেখে অবস্থান করতে বললেও মন্ত্রীর পেছনে ৩৭ জন কেন দাঁড়িয়ে আছেন? এছাড়া অনেক সাংবাদিকের উপস্থিতিতে প্রেস ব্রিফিং কতটুকু যুক্তিযুক্ত— এ নিয়ে গত কয়েকদিন ধরে সমালোচনা চলছে।
এমইউ/এমএআর/এমএস
Advertisement