দেশজুড়ে

নেত্রকোনায় বিদেশফেরত ৮২১ জনকে খুঁজছে পুলিশ

নেত্রকোনায় বিদেশফেরত ৮২১ জনকে খুঁজছে পুলিশ। জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে মোট বিদেশফেরত ৯১৫ জনের মধ্যে ৯৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Advertisement

এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন পার হওয়ায় ১০ জনকে রিলিজ দেয়া হয়েছে। বিদেশফেরত ব্যক্তিরা ইতালি, চীন, ওমান, দুবাই, সিঙ্গাপুর, জর্দান, মালয়েশিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব ও বাহরাইনসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। তবে মাত্র ৯৪ জন ছাড়া এখনও বিদেশফেরতদের অবস্থান নিশ্চিত হতে পারেনি জেলা প্রশাসন ও পুলিশ।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, নেত্রকোনা সদর উপজেলায় ২০ জন, পূর্বধলায় চারজন, দুর্গাপুরে ১৫ জন, কলমাকান্দায় ১৭ জন, বারহাট্টায় ছয়জন, মোহনগঞ্জে সাতজন, মদনে চারজন, আটপাড়ায় ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুন্সী বলেন, গত ১ মার্চ থেকে রোববার পর্যন্ত বিদেশফেরত ব্যক্তিদের মধ্যে নেত্রকোনার ৯১৫ জন রয়েছেন। তাদের তালিকা জেলার ১০টি থানায় পাঠানো হয়েছে। স্থানীয়দের নিয়ে টিম গঠন করে বাড়ি বাড়ি গিয়ে তাদের খুঁজছে পুলিশ। অনেককেই বাড়িতে পাওয়া যাচ্ছে না। তাদেরকে খুঁজে বের করে কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিতের নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

জেলা সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বলেন, বিদেশফেরত ব্যক্তিদের মধ্যে ৯৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের শরীরে করোনাভাইরাসের লক্ষণ নেই। এখন পর্যন্ত তারা সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। ১৪ দিন পার হওয়ায় ১০ জনকে রিলিজ দেয়া হয়েছে। তারপরও সতর্কতা হিসেবে বিদেশফেরতদের বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরোধ কমিটির লোকজন সার্বক্ষণিক বিদেশফেরত ও তাদের পরিবারের লোকজনের ওপর নজরদারি রাখছেন। করোনাভাইরাস সম্পর্কে লিফলেট বিতরণ করা হচ্ছে। স্থানীয় পত্র-পত্রিকায় সচেতনতা বিষয়ক প্রচারণা চালানো হচ্ছে। আতঙ্কিত না হয়ে সচেতন হতে মাইকিং করা হচ্ছে। বিদেশফেরত লোকজনের পরিবারের সদস্যরা বাড়ির বাইরে মুক্তভাবে চলাফেরা না করতে নির্দেশনা দেয়া হয়েছে। যদি কেউ এই নিষেধ না মানেন তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হবে।

কামাল হোসাইন/এএম/এমএস

Advertisement