আন্তর্জাতিক

উহানে টানা চারদিন সংক্রমণ নেই, নতুন রোগী সব বিদেশফেরত

নভেল করোনাভাইরাসের উৎস চীনের উহান শহরে টানা চতুর্থ দিন নতুন করে কেউ আক্রান্ত হননি। শুধু উহানই নয়, গোটা হুবেই প্রদেশেই নতুন সংক্রমণের সংখ্যা শূন্য। শনিবার চীনে যতজন করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন, তাদের প্রায় সবাই বিদেশফেরত।

Advertisement

রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৪৫ জনই বিদেশফেরত। এদিন চীনে প্রাণ হারিয়েছেন আরও ছয়জন কোভিড-১৯ রোগী। এর মধ্যে পাঁচজনই হুবেই প্রদেশের।

চীনের মূল ভূখণ্ডে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৪ জন, মারা গেছেন মোট ৩ হাজার ২৬১ জন। দেশটিতে প্রায় ৬০ হাজার রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনা নিয়ন্ত্রণে উহানের অভাবনীয় সাফল্য বাকি বিশ্বকে আশার আলো দেখাচ্ছে। তবে বিদেশফেরত রোগীর সংখ্যা বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Advertisement

গত ৩১ ডিসেম্বর উহানে প্রথমবারের মতো ধরা পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৮৮টি দেশ ও অঞ্চল ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩ লাখ ৭ হাজার ৬২৫ জন, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০ জন। সারাবিশ্বে অন্তত ৯৫ হাজার ৭৯৭ জন রোগী চিকিৎসার মাধ্যমে করোনামুক্ত হয়েছেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

কেএএ/পিআর

Advertisement