ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মহসিন খন্দকারকে একজন 'দুর্নীতিবাজ ও সন্ত্রাসী' জনপ্রতিনিধি আখ্যা দিয়ে তার বিচার চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
Advertisement
শনিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার ঘাটুরা গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ওই গ্রামের বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগম, স্থানীয় বাসিন্দা কবির আলম, খন্দকার শাহআলী, কাজী বসির ও আক্তার হাজারী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা করোনাভাইরাসের চেয়েও বেশি আতঙ্কিত মহসিন খন্দকারের অপকর্ম নিয়ে। মাদক ব্যবসা, চোরাই গ্যাস বাণিজ্য ও চাঁদাবাজিসহ এমন কোনো অপকর্ম নেই যা, মহসিন করেন না। ভয়ে তার অপকর্মের প্রতিবাদ করার সাহস পান না। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েও কোনো প্রতিকার মিলছে না আমাদের। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
Advertisement
আজিজুল সঞ্চয়/এমএএস/এফআর