দেশজুড়ে

করোনা নিয়ে ফেসবুকে পোস্ট করে প্রকৌশলী আটক

করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মানিকগঞ্জে সাদ্দাম হোসেন নামে এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জেলার দৌলতপুর উপজেলার বাঁচামরা বাজার থেকে তাকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি ওই এলাকায়।

Advertisement

আটক প্রকৌশলী সাদ্দাম হোসেন মুক্তিযুদ্ধ মঞ্চ মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা প্রকৌশলী সমিতির সহ-সভাপতি।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাফিজুর রহমান জানান, শুক্রবার সাদ্দাম হোসেন অভি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু ও ৩ জনকে ঢাকায় স্থানান্তর’ লিখে একটি পোস্ট দেন। যা ছিল সম্পূর্ণ মিথ্যা একটি তথ্য। তার এ গুজব ছড়ানোর বিষয়টি পুলিশের নজরে এলে তাকে আটকের জন্য অভিযান শুরু হয়।

হাফিজুর রহমান আরও জানান, সাদ্দাম হোসেন অভি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাসায়নিক প্রকৌশলীতে বিএসসি পাস করেন। শিক্ষাজীবনে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এবং রাসায়নিক প্রকৌশল বিভাগ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলা হয়েছে।

Advertisement

বি.এম খোরশেদ/এমএএস/এফআর