দেশজুড়ে

গাইবান্ধায় পুলিশের ছত্রছায়ায় চাঁদাবাজি : প্রতিবাদে ট্রাক ধর্মঘট

গাইবান্ধায় পুলিশের ছত্রছায়ায় চাঁদাবাজি বন্ধের দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য মালামালবাহী ট্রাক পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলা ট্রাক, ট্যাংক লড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতির ডাকে রোববার সকাল ছয়টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়। ধর্মঘট শুরু হওয়ার পর থেকে গাইবান্ধা থেকে সকল রুটে পণ্য ও মালামালবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এদিকে ট্রাক চলাচল বন্ধ থাকায় ব্যবসায়ীরা প্রয়োজনীয় মালামাল ও পণ্য আনা-নেয়া করতে পারছেন না।  জেলা ট্রাক, ট্যাংক লড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদির রহমান মিঠু জাগো নিউজকে বলেন, গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ছত্রছায়ায় গাইবান্ধার বিভিন্ন জায়গায় এক শ্রেণির অসাধু শ্রমিক চাঁদাবাজি করছেন। এর প্রতিবাদ করতে গেলে মালিক সমিতির অফিস সহকারী রহিমকে মারধর করা হয় এবং তাকে থানায় আটকে রাখা হয়। পরে মালিক সমিতির কর্মকর্তারা থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। ওইসব ঘটনার প্রতিবাদে তারা এই ধর্মঘট আহ্বান  করেন। অমিত দাশ/এমজেড/আরআইপি

Advertisement