জাতীয়

চট্টগ্রামে করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চিকিৎসক আটক

করোনাভাইরাসে চট্টগ্রামে বেশ কয়েকজন মারা গেছে এমন গুজব ছড়ানোর অভিযোগে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। আটক চিকিৎসকের নাম ডা. ইফতেখার মোহাম্মদ আদনান। তিনি নগরের একটি বেসরকারি ক্লিনিক মেডিকেল সেন্টারে কর্মরত আছেন। তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

Advertisement

শনিবার (২১ মার্চ) বিকেলে তাকে আটক করে নগরের পাঁচলাইশ থানা পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জাগো নিউজকে জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এমন একটি অডিও বার্তা ফেসবুক ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেন আদনান। এ নিয়ে এ অঞ্চলের ফেসবুক ব্যবহারকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা প্রযুক্তির সহায়তায় আদনানকে শনাক্ত করতে সক্ষম হয়েছি।’

জেডএ/এমকেএইচ

Advertisement