জাতীয়

ডাক্তারের চেম্বারে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকা ভারতফেরত রোগী

ভারতফেরত এক নারীকে তার চট্টগ্রামের বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে’ পাঠানো হয়েছিল। কিন্তু তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন চট্টগ্রামে এক বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারে। এ বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement

নারীর পরিবারের দাবি, হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে কিছুই জানানো হয়নি তাদের।

শনিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চিফ কার্ডিওভাসকুলার সার্জন ডা. সারওয়ার কামালের চেম্বারে যান ওই নারী।

ডা. সারওয়ার কামাল জানান, ‘আজ সকালে এক নারী রোগী হাতের ফিস্টুলা করানোর জন্য আমার চেম্বারে আসেন। আমি রোগীর হাতে হোম কোয়ারেন্টাইনের সিল দেখে তাকে সঙ্গে সঙ্গে বাসায় পাঠিয়ে দেই এবং পুলিশকে বিষয়টি জানাই। বিদেশফেরত রোগী হোম কোয়ারেন্টাইনের নিময় না মেনে এভাবে হাসপাতালে আসা সবার জন্যই ক্ষতিকর।’

Advertisement

যাদের কিডনি ডায়ালাইসিস করতে হয়, তাদের চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ফিস্টুলা।

সূত্র জানায়, ওই নারী (৬০) কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ১ মার্চ চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান। তিনি গত ১৯ দিন সেখানে অবস্থান করে চিকিৎসা নেন। পরে বিমানযোগে চেন্নাই থেকে কলকাতা, কলকাতা থেকে ঢাকা ও ঢাকা থেকে শুক্রবার রাত ৯টায় চট্টগ্রামে আসেন। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার হাতে হোম কোয়ারেন্টাইনের সিল মেরে ছেড়ে দেয়া হয়। তাকে বলা হয়, বাসায় থাকবেন। রোগী ঢাকা থেকে চট্টগ্রামে বিমানযোগে গিয়ে শাহ আমানত বিমানবন্দর থেকে বাসায় চলে যান।

ওই নারীর পরিবারের দাবি, চট্টগ্রাম বিমানবন্দরে রোগীর হাতে থাকা সিল দেখা বা তাকে কোনো ধরনের পরীক্ষা-নিরিক্ষা ছাড়াই বাসায় পাঠিয়ে দেয়া হয়। তাকে এ বিমানবন্দরে হোম কোয়ারেন্টাইন সংক্রান্ত কোনো কিছুই বলা হয়নি।

এ বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার সারওয়ার-ই-জামান বলেন, ঢাকা থেকে যেহেতু সিল মেরে দিয়েছে, নিশ্চয়ই সেখানে তাকে হোম কোয়ারেন্টাইনের বিষয়ে বলা হয়েছে। তাই এখানে নতুন করে আর বলা হয়নি।

Advertisement

জেডএ/এমকেএইচ