খেলাধুলা

মিরাজের বোলিং তোপে বড় লিড পায়নি রংপুর

মেহেদি হাসান মিরাজ এবং অভিজ্ঞ আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে বড় লিড নিতে পারেনি রংপুর বিভাগ। আগের ম্যাচে ৬ উইকেট নেবার পর এই ম্যাচেও ৬ উইকেট পেয়েছেন মিরাজ। দিনশেষে ২১ রানে এগিয়ে আছে খুলনা। জাতীয় ক্রিকেট লিগে আগের দিন খুলনা গুটিয়ে গিয়েছিল মাত্র ২১১ রানে। রোববার বড় রানের সম্ভাবনা জাগিয়েও মেরাজ ও রাজ্জাকের বোলিং তোপে পড়ে লিড বড় করতে পারেনি রংপুর। আগের দিনের ২ উইকেটে ২৩ রান নিয়ে খেলতে নেমে এদিন সব কটি উইকেট হারিয়ে ২২০ রান করে তারা।৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন রংপুরের অধিনায়ক নাসির হোসেন। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেন এই অলরাউন্ডার। এছাড়া নাঈম ইসলাম করেন ৪৪ রান।খুলনার হয়ে ৫০ রানে ৬টি উইকেট নেন মেরাজ। এছাড়া ৭৭ রানে ৪টি উইকেট নেন রাজ্জাক। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুলনা বিনা উইকেটে করে ৩০ রান সংগ্রহ করে।সংক্ষিপ্ত স্কোর:খুলনা ১ম ইনিংস: ৬৪.৩ ওভারে ২১১ (মেহেদি হাসান মিরাজ ৬৩, এনামুল ৪১, তুষার ৩২; সঞ্জিত ৩৭/৪, শুভ ৮১/৪, তানভীর ৪৫/২) খুলনা ২য় ইনিংস: ১৭ ওভারে ৩০/০ (মেহেদী ১৭*, ইমরুল ১৩*)রংপুর ১ম ইনিংস: ৯৮.২ ওভারে ২২০ (নাসির ৯৬, শুভ ২৪, নাঈম ৪৪, ধীমান ২০; মেহেদি ৫০/৬, রাজ্জাক ৭৭/৪)আরটি/এসকেডি/আরআইপি

Advertisement