বেলজিয়ামে আরও ৪৬২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ২৫৭ জন।
Advertisement
নতুন আক্রান্ত ৪৬২ জনের মধ্যে প্লামিস এলাকায় ৩০২ জন, ব্রাসেলসে ৪৩ জন এবং ওয়ালুনিতে ৯৫ জন। এরই মধ্যে বেলজিয়াম সরকার সব স্কুল, কলেজ, সভা-সেমিনার বন্ধ ঘোষণা করেছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত পুরো বেলজিয়াম লকডাউন থাকবে।
জরুরি কাজ ছাড়া কাউকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। শুধু ফার্মেসি, খাবারের দোকান, পোস্ট অফিস ছাড়া বাকি সব বন্ধ থাকবে। লোকজনকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৬৪ জন আইসিইউতে আছেন।
সংশ্লিষ্টরা বলছেন, প্রতি তিনদিনে রোগীর সংখ্যা দিগুণ হচ্ছে। ১৩ মার্চ থেকে এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণের পর ২০৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এই মহামারিতে বেলজিয়ামে এখন পর্যন্ত ৩৭ জন মারা গেছেন।
Advertisement
এফপিএস পাবলিক হেলথ জোর দিয়ে জানায়, দয়া করে আপনার সন্তানদের তাদের দাদা-দিদিদের কাছে আনবেন না, আমরা এর বিরুদ্ধে দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি।
এমএআর/জেআইএম