দেশজুড়ে

নাটোরে করোনা আক্রান্ত সন্দেহে একজনকে ঢাকায় প্রেরণ

নাটোরের বড়াইগ্রামে করোনা আক্রান্ত সন্দেহে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (২১ মার্চ) স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।

Advertisement

আরও পড়ুন : 

বৃদ্ধ দম্পতির বাড়িতে দেওয়া চেয়ারম্যানের তালা খুঁজে পাননি ইউএনও পোস্টার তৈরি করে কারাগারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব

নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্দেহজনক ওই ব্যক্তি ঢাকায় গার্মেন্টসের ব্যবসা করতেন। গত পরশু তিনি বড়াইগ্রামে নিজ বাড়িতে আসেন। এরপর তার শরীরে জ্বর, কাশি ও গলা ব্যথা দেখা দেয়। প্রাথমিক চিকিৎসায় জ্বর না কমায় করোনা সন্দেহে আইইডিসিআর’র কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শনিবার দুপুরে তাকে ঢাকায় পাঠানো হয়।

Advertisement

রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ