বিনোদন

করোনা প্রতিরোধে শাহরুখ খানের ভিডিও

বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্ক। সারা পৃথিবীতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ৪শত ১৯ জন। করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করে যাচ্ছেন সরকারসহ সর্বস্তরের সচেতন মানুষেরা। তারকারাও নানা ভিডিও বার্তার মাধ্যামে জনগণকে পরামর্শ দিয়ে চলেছেন।

Advertisement

এবার এগিয়ে আসলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। করোনা থেকে বাঁচতে একটি সতর্কতামূলক ভিডিও পোস্ট করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেন জনগণকে সচেতন করেছেন শাহরুখ।

বলিউড বাদশা শাহরুখ খান বলেন, ‘এই সময় পাবলিক প্লেস অ্যাভোয়েড করা সবচয়ে উত্তম কাজ। করোনার সংক্রমন থেকে দূরে থাকতে বাড়ির মধ্যে নিজেকে কোয়ারেন্টাইনে রাখুন।

করোনার এই এই ক্রাইসিসের সঙ্গে আমারদের ফাইট দিতে হবে। প্লিজ কোনো গুজব ছড়াবেন না। সবার কাছে অনুরোধ করোনা প্রতিরোধ করতে সরকারের দেওয়া গাইড লাইন মেনে চলুন।’

Advertisement

অভিনয়ের পাশাপাশি সবসবই নানা সামাজিক কাজের সঙ্গে থাকেন শাহরুখ খান। এবার করোনাভাইরাস মোকাবেলায় তিনি দাঁড়িয়েছেন মানুষের পাশে। হাত জোড় করে মানুষকে এই সময় ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দিয়ে চলেছেন তিনি।

      View this post on Instagram

Let’s get together and fight this #WarAgainstVirus. @cmomaharashtra_ @adityathackeray

A post shared by Shah Rukh Khan (@iamsrk) on Mar 20, 2020 at 7:03am PDT

এমএবি/এমএস

Advertisement