সাহিত্য

মৃত্যুর কাছে আমি জন্মের কথা বলি

ধংসস্তূপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমিসৃষ্টির কথা বলি।দাবদাহে পুড়ে যাওয়া খা খা প্রান্তরে দাঁড়িয়ে বৃষ্টির কথা বলি,ঝরঝর ঝরনার আকুল করা ছন্দের কথা বলি।

Advertisement

মৃত্যুর কাছে আমি জন্মের কথা বলি।কবরস্থান, শ্মশান কিংবা সেমিট্রেটিতে গিয়ে আমিবলি জীবন সুন্দর, এসো ‘মৃত্যু’ গাই জীবনের জয়গান।আমি হৃদয়হীন পাথরের কাছে আমিবলি এসো প্রেমের পথে, এসো ভালোবাসার পথে।জীবনকে বর্ণীল করে তোলো।হত্যায় যারা উন্মত্ত আমি তাদের শোনাইমানব প্রেমের অমীয় বাণী।ধর্মীয় বিষবাষ্পে যারা অহর্নিশ পৃথিবীকেঅশান্ত করে তুলছে, তাদের বলি এসো অসম্প্রদায়িক সম্প্রীতির পথে।

আমি স্বপ্নহীনের চোখে দেইসম্ভাবনার, তাদেরকে বলিজীবন অনেক সম্ভাবনাময়।আমি দিগন্ত বিদারী খা খা মরুভূমিকেশোনাই সজীবতার গান।অঝোর বৃষ্টি ও বন্যাকে শোনাই শস্যের বন্দনা,শস্য-বৃক্ষ পচে যাবে, অনাহারে অর্ধাহারেকাটাবে আমাদের। সবার গোলা রবে শূন্য।পৃথিবীর বুক চেড়া জ্বলন্ত আগ্নেয়গিরির কাছে আমারঅসীম আকুতি, তোমার জ্বালা মুখস্তব্ধ করে দাও। পুড়িও না আর সবুজ-শ্যামল ভূমি,পৃথিবীকে আমি বানাতে চাই স্বর্গোদ্যান।

এসইউ/জেআইএম

Advertisement