বিনোদন

করোনা আতঙ্কে জন্মদিনে শুটিং স্থগিত করলেন শাকিব খান

দেশের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন আগামী ২৮ মার্চ। এই দিনেই পরিচালক অনন্য মামুনের শাকিবের ঈদের সিনেমা ‘নবাব এলএলবি’র শুটিং শুরু শুরু হবার কথা। তবে দেশের করোনা পরিস্থিতে বিবেচনায় সেই শুটিং শুরু হচ্ছে না। জন্মদিনের অনুষ্ঠান ও ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিং স্থগিত করেছেন শাকিব খান। দেশের শীর্ষ নায়কের একাধিক ঘনিষ্ঠ সূত্র এমন তথ্যই নিশ্চিত করেছেন। এদিকে শাকিব খানও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গণমাধ্যমে।

Advertisement

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে সারাবিশ্বজুড়ে আতঙ্ক চলছে। বাংলাদেশও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতে ঘটা করে জন্মদিন পালন করা সাজে না। এছাড়া জন্মদিনের দিন নতুন ঈদের সিনেমার শুটিং শুরু করার কথা ছিলো যা আপাতত বন্ধ রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে এপ্রিলে সিনেমাটির শুটিং শুরু করবো।'

দেশের এমন পরিস্থিতে এই শীর্ষ নায়ক ভক্তদের বলেছেন, জরুরি কাজ ছাড়া আমি বাইরে যাচ্ছি না। ভক্ত ও দর্শকের নিকট আমার চাওয়া, নিয়ম মেনে সবাই যেন নিরাপদে থাকেন। ‘নবাব এলএলবি’ সিনেমাটিতে শাকিবের বিপরীত দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে। আসছে ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা ছিলো সিনেমাটির। তবে শেষ পর্যন্ত করোনার প্রভাবে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

এলএ/এমএস

Advertisement