ফিরেছেন ওমান থেকে। এরপর নিয়মানুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও সেটি না মেনে গোপনে সারছেন বিয়ের কাজ। এমন সময় হাজির ভ্রাম্যমাণ আদালত। বিয়ের বৌভাতের অনুষ্ঠান থেকে বর-কনেকে পাঠানো হলো হোম কায়ারেন্টাইনে। করা হলো জরিমানাও।
Advertisement
শুক্রবার (২০ মার্চ) ঘটনাস্থল মিরসরাইয়ের বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
ইউএনও জানান, হোম কোয়ারেন্টাইন না মেনে বৌভাতের আয়োজন করায় অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। ওমান ফেরত ওই প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর-কনে দুজনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
মিরসরাইয়ে ওমান ফেরত আরেক প্রবাসী এবং ব্রাজিল ফেরত এক প্রবাসীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় বলেও জানান তিনি।
Advertisement
এদিকে, বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টাইন না মানায় দেশের বিভিন্ন জেলায় আরও কয়েকজন প্রবাসীকে জরিমানা করেছে জেলে-উপজেলা থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিদেশফেরতদের ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। তবে অনেকেই সেটা মানছে না বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে অভিযানে নামে প্রশাসন।
দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আইইডিসিআর। আর প্রাণঘাতী এ ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে।
এফআর/এমএস
Advertisement