সংযুক্ত আরব আমিরাতে শনিবার (২১ মার্চ) সূর্যাস্তের পর থেকে রোববার (২২ মার্চ) ভোর পর্যন্ত পবিত্র লাইলাতুল মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপিত হবে।
Advertisement
করোনাভাইরাসের কারণে গত ১৬ মার্চ থেকে মসজিদ চার সাপ্তাহের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। তাই এবার আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে সমবেত হয়ে ইবাতদ করতে পারবেন না। তারা নিজ বাড়িতে থেকে এই বিশেষ রাতে পুণ্যলাভের আশায় মিলাদ, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াত করবেন।
মুসলামানরা প্রতি বছর আরবী রজব মাসের ২৭ তারিখে পবিত্র শবে (লাইলাতুল) মেরাজ উদযাপন করে থাকে। এই রাতে হযরত মোহাম্মদ (সা.) আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন।
মুসলমানদের কেউ কেউ আল্লাহর নৈকট্য লাভের জন্য এ দিন উপলক্ষে নফল রোজা পালন করেন।
Advertisement
এমএফ/এমএস