পশ্চিমবঙ্গে তৃতীয় করোনাভাইরাস আক্রান্তের হদিস মিলল। নতুন আক্রান্ত ব্যক্তি স্কটল্যান্ড থেকে সম্প্রতি ফেরেন। উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা ওই তরুণী। বিদেশ থেকে ফিরে আইসোলেশনে ছিলেন।
Advertisement
শুক্রবার রাতে তার লালা পরীক্ষার রিপোর্ট আসে৷ রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে৷ এই মুহূর্তে ওই তরুণী বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন।
ইতোমধ্যেই ওই তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার পরিবারের অন্যদেরও আইসোলেশনে রাখা হবে। আপাতত তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। স্কটল্যান্ড থেকে দেশে ফিরে ওই তরুণী আর কারও সঙ্গে মিশেছিলেন কি না, তা জানার চেষ্টা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে করোনা ভাইরাস। আগেই ২ করোনা আক্রান্তের হদিস মেলে। এই নিয়ে গত ৪ দিনে ৩ জন করোনা আক্রান্ত হলো। শুক্রবার রাত পর্যন্ত ২২৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা যাদের সংস্পর্শে এসেছেন তাদেরও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
Advertisement
জেএইচ/এমএস