করোনাভাইরাসের সংক্রমণ রোধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল স্নানোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতি বছর এ স্নানে দেশ-বিদেশের লাখ লাখ পুণ্যার্থী হাজির হন।
Advertisement
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণেই লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নানোৎসব বন্ধ রাখা হয়েছে।
স্নানোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুজিৎ সাহা বলেন, আগেই আমরা উৎসবের পরিসর ছোট করার চিন্তা করেছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের সঙ্গে আমরা একমত। জেলা প্রশাসন আমাদের এ নির্দেশনা জানানোর পর আমরা ভক্তদের অনুরোধ জানাচ্ছি এবারের উৎসবে না আসতে।
তিথি অনুযায়ী, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদে ৩১ মার্চ বিকেল ৫টা থেকে শুরু হয়ে পরদিন ১ এপ্রিল রাত ১০টা পর্যন্ত স্নানের কথা ছিল। ভক্তদের বিশ্বাস মতে তিথির নির্দিষ্ট সময়ে ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের। এ স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপমোচন হয়।
Advertisement
শাহাদাত/আরএআর/এমএস