দেশজুড়ে

বিয়ের অনুষ্ঠান করায় বন্ধ হলো কমিউনিটি সেন্টার

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় নারায়ণগঞ্জে দুটি কমিউনিটি সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে একটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ফতুল্লায় দুটি ওয়াজ-মাহফিল বন্ধ করে দেয়া হয়।

Advertisement

শুক্রবার (২০ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ইউএনও নাহিদা বারিক জানান, করোনার বিস্তাররোধে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারের এই নির্দেশ অমান্য করায় ফতুল্লায় একটি কমিনিউটি সেন্টার বন্ধ করে দিয়ে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

একই অভিযানে পাগলায় একটি কমিনিটি সেন্টার বন্ধ করে দেয়া হয়। সরকারিভাবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কমিউনিটি সেন্টারে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

তিনি আরও জানান, এদিন উপজেলার কাশিপুর ইউনিউনের পৃথক দুটি এলাকায় চলা ওয়াজ-মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

মো. শাহাদাত হোসেন/বিএ