আন্তর্জাতিক

করোনায় আমিরাতে দুইজনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে প্রথম দুইজনের মৃত্যু হয়েছে! শুক্রবার রাতে দেশটির স্বাস্থ্য ও সুরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

Advertisement

এদের মধ্যে একজন আরবীয় নাগরিক (৭৮), তিনি ইউরোপ থেকে আমিরাতে এসেছিলেন। অন্যজন এশিয়ান (৫৮)। তার হার্ট অ্যাটাক ছিল।

আমিরাতের স্বাস্থ্য ও সুরক্ষা মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

এখন পর্যন্ত আমিরাতে করোনায় ১৪০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন।

Advertisement

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৮৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

এতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ, প্রাণ গেছে অন্তত ১১ হাজার ২৭২ জনের। এছাড়া চিকিৎার মাধ্যমে সুস্থ হয়েছেন ৯০ হাজার ৬০৩ জন।

বিএ

Advertisement