দেশজুড়ে

রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইনে ৪৩ জন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাঙ্গামাটিতে বিদেশফেরত আরও ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ৪৩ জন।

Advertisement

শুক্রবার রাতে জেলার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন।

মোস্তফা কামাল জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত রাঙ্গামাটিতে ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। বৃহস্পতিবার একই সময় থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নতুন করে আরও ১৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সবাই বিদেশফেরত। ভারত, সৌদি আরব, ওমানসহ বিভিন্ন দেশ থেকে তারা দেশে ফেরেন।

গত বুধবার অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, গত ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত রাঙ্গামাটির ঠিকানা ব্যবহার করে ২৪৩ জন দেশে এসেছেন। যাদের এখনও হোম কোয়ারেন্টাইনে রাখা যায়নি তাদের খোঁজা হচ্ছে।

Advertisement

এমএআর/বিএ