রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্র ও সিম্বল অব রাঙ্গামাটিখ্যাত ফিসারি বাঁধে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যাচ্ছিল দৃষ্টিনন্দন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা চার শতাধিক গাছ। রাঙ্গামাটি পৌরসভার এক কর্মকর্তার সহযোগিতায় বেঁচে গেল ফিসারি বাঁধের চার শতাধিক গাছ।
Advertisement
রাঙ্গামাটি পৌরসভার কর্মকর্তা ফিরোজ আল মাহমুদ সোহেল বলেন, আমি রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ ফিসারি বাঁধের গাছগুলোতে আগুন দেখতে পাই। সেখানে একজন পাহাড়ি লোক আগুন নেভানোর চেষ্টা করছিলেন। এ অবস্থায় স্থানীয় সাংবাদিক ফজলে এলাহীকে ফোন দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন তিনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অল্পের জন্য বেঁচে যায় সিম্বল অব রাঙ্গামাটি।
রাঙ্গামাটির স্থানীয় সাংবাদিক দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী বলেন, পৌরসভার কর্মকর্তা সোহেল বাড়ি ফেরার পথে গাছে অগ্নিকাণ্ড দেখে আমাকে জানান। আমি সঙ্গে সঙ্গে রাঙ্গামাটির প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আমাদের প্রচেষ্টায় প্রাণ ফিরে পেল সিম্বল অব রাঙ্গামাটিখ্যাত চার শতাধিক গাছ।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ বলেন, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি আমরা। পুলিশকে বলা হয়েছে এ স্থান যেন নজরদারিতে রাখে। এখানে যারা আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Advertisement
প্রসঙ্গত, রাঙ্গামাটি শহরের সৌন্দর্য বৃদ্ধি করেছে দৃষ্টিনন্দন ফিসারি বাঁধের চার শতাধিক গাছ। এ বাঁধ দিনের পর দিন ধসে যাচ্ছে। ফলে সৌন্দর্য হারাচ্ছে স্থানটি। বাঁধরক্ষা ও দৃষ্টিনন্দন গাছগুলো রক্ষার জন্য আন্দোলন করে আসছে স্থানীয় তরুণ সমাজ ও সামাজিক সংগঠনগুলো।
সাইফুল/এএম/বিএ