নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, শুধু প্রশাসনের ওপর দোষ চাপিয়ে বসে থাকলে চলবে না। নিজেদের সচেতন হতে হবে, প্রতিবেশীদের সজাগ থাকতে হবে। নিজেরা সচেতন হলেই করোনা প্রতিরোধ করা সম্ভব হবে।
Advertisement
শুক্রবার (১৮ মার্চ) করোনাভাইরাস প্রতিরোধে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূলক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আব্দুর শাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নড়াইলে এখন পর্যন্ত মোট ১০৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। সারা পৃথিবীতে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা প্রতিরোধের জন্য জনসচেতনতা তৈরি করতে হবে। সবাইকে নিয়মিত ভালো করে হাত ধুতে হবে ও পরিষ্কার-পরিছন্ন থাকতে হবে। সকলে সচেতন হলে এটা প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন ও জেলার প্রতিটি জায়গায় মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। যারা বিদেশ থেকে এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি কেউ তা না মানে তাদের ব্যাপারে প্রশাসনের কাছে তথ্য দিতে হবে।
Advertisement
হাফিজুল নিলু/আরএআর/পিআর